Main Menu

গুলশান হামলার দ্বিতীয় মাস্টারমাইন্ড মারজান

+100%-

jmbকলকাতা ২৪x৭: শুধু তামিম আহমেদ নয়, গত পয়লা জুলাই ঢাকার গুলশনে ভয়াবহ জঙ্গি হামলার অপর মাস্টার মাইন্ড হল জঙ্গি মারজান৷ এমনই জানিয়ে দিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম৷ তিনি জানান, গুলশন হামলার বিভিন্ন ছবি মারজানের আইডি থেকে বাইরে পাঠানো হয়ছে৷ মারজানের আসল নাম জানা যায়নি৷ তবে তার ছবি মিলেছে৷
ঢাকার হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর উঠে এসেছে মূল চক্রী তামিম আহমেদের নাম৷ গোয়েন্দাদের ধারণা, হামলার নির্দেশ চূড়ান্ত করেই তামিম পালিয়েছে ভারতে৷ তদন্তে জানা গিয়েছে, শুধু গুলশনে হামলা নয়, কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন হামলা, ঢাকার কল্যাণপুরে জঙ্গি ঘাঁটিতে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের ছবি মারজানের আইডি থেকে বাইরে পাঠানো হয়েছিল৷ জঙ্গি সংগঠনের নাম মারজান হলেও তার আসল নাম কী তার খোঁজ করছেন গোয়েন্দারা৷ জানা গিয়েছে, মারজান আদতে বাংলাদেশি নাগরিক৷ সে শিক্ষিত৷ সফটওয়্যারের বিষয়ে পারদর্শী৷

বাংলাদেশ জুড়ে পরপর নাশকতার পরিকল্পনা নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট৷চলতি অগাস্টেই নাশকতা ঘটানোর চেষ্টা হচ্ছে৷ একথা স্বীকার করে নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ফলে রাজধানী ঢাকা ও দেশের সর্বত্র চলছে বিশেষ অনুসন্ধান৷ তাতে ধরা পড়েছে জেএমবি (জামাত উল মুজাহিদিন বাংলাদেশ) সংগঠনের জঙ্গিরা৷ গোয়েন্দা তথ্য বলছে, আরও বড় নাশকতার জন্য নতুন জঙ্গিদের তৈরি করেছে বিভিন্ন সংগঠন৷ যে সব জঙ্গিদের ধরা হয়েছে তাদের জেরা করে মিলছে ভয়ঙ্কর তথ্য৷ বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বড়সড় নাশকতা চালানোর পরিকল্পনা করেছে জঙ্গিরা৷






Shares