ফ্যাসিস্ট সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বেগম জিয়ার পরিবার -কসবায় আলহাজ্ব কবির আহম্মেদ ভূইয়া
[Web-Dorado_Zoom]
কসবা প্রতিনিধি :: কসবায় সোমবার (০৬ অক্টোবর) বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা সুপার মার্কেট চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব কবির আহম্মেদ ভূইয়া।কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট ইসমতারা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা বিএনপির সহ প্রকাশনা সম্পাদক ও কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইকলিল আজম, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, উপজেলা বিএনপির সহসভাপতি মো. সানাউল্লাহ, পৌর বিএনপির সহসভাপতি মো. বশির আহম্মেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান সজিব, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপু, সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন, ছাত্রনেতা সাহিদুল খাঁ, শহিদুল খাঁ, সাদ্দাম হোসেন প্রমুখ। সমর্থক ও নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পুর্ণ হয় সভাস্থল।
প্রধান অতিথির বক্তব্যে কসবা-আখাউড়া সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবির আহাম্মদ ভুইয়া বলেন, বেগম খালদা জিয়া, তারেক জিয়া তথা জিয়া পরিবারের লোকজন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত ছিল। সারা দেশে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী গুম, খুনের শিকার হয়েছিল। তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে রাষ্ট্রের আমূল পরিবর্তন ঘটবে। তিনি আরো বলেন, শহীদ জিয়ার হাতে গড়া বিএনপির কোন নেতা-কর্মী মাদকের সাথে জড়িত নয়, থাকতে পারে না। যারা মাদক ব্যবসায়ী এরা বিএনপির কেউ নয়। যারা বিএনপি কর্মীদের মাদক ব্যবসায়ীর অভিযোগ দিচ্ছেন তাদের বিচার আপনাদের হাতে ছেড়ে দিলাম। বিএনপি ক্ষমতায় এলে বেকার সমস্যা দূরীকরণ ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হবে।
এ সময় পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
« নবীনগরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও ফুচকা জব্দ »































