কসবায় লিফলেট বিতরণসহ মাইকিং করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা
আসুন আতংক নয়,সচেতনতার মাধ্যমে করোনা মহামারি প্রতিরোধ করি এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ার
আজ শনিবার সকালে কুমিল্লা সেনানিবাস থেকে বেঙ্গল ৬ এর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে কসবা উপজেলা সদর পুরাতন বাজার মোড়,কসবা , হাসপাতাল রোড, কসবা রেল স্টেশন, কুটি, সৈয়দাবাদ,কায়েমপুর,বায়েকসহ বিভিন্ন এলাকায় টহল দিয়ে জনগণের মাঝে জনসজতনতায় অব্যাহত রাখেন।
এছাড়াও উপজেলা প্রশাসনেরর বেশ কয়েকটি ভ্রাম্যমান আদালত উপজেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে। সকাল থেকেই হাসপাতাল, ফার্মেসী, কাচাবাজার,মুদি দোকান ছাড়া সরকার নির্দেশিত বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ বন্ধ রয়েছে।
টহলকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, সহকারি কমিশনার ভূমি হাসিবা খান,সেনাবাহিনী সদস্য টহল অধিনায়ক বায়েজিদ উদ্দিন সাথে ছিলেন।
পরিশেষে কসবা হাসপাতালে পরিদর্শন করেন। এই সময় টিএইচ আই ডাক্তার মামুনুর রহমানসহ মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন।
কসবা টেলিভিশন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন; করোনা ভাইরাস আতংক নয় সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করতে হবে।
« করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিভিন্ন স্থানে যাচ্ছে ব্রাহ্মনবাড়িয়া জেলা পুলিশ (পূর্বের সংবাদ)