কসবায় কোভিট-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহামারি করোনা ভাইরাসের ৬ হাজার টিকাদান কার্যক্রম কোভিট-১৯ আজ রোববার উদ্বোধন করা হয়েছে।
কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:অরুপ পালের সভাপতিত্বে হাসপাতাল হলরুমে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভ’ইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, সহকারী কমিশনার ভ’মি হাছিবা খান,কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন ভুইয়া পিপিএম, কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ। এছাড়া সাংবাদিক, জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার মাধ্যমে যতই দেশ উন্নত হচ্ছে। দলের মধ্যে বিবাধ করবেন না। বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
কসবা হাসপাতালের আর এমও ডা: আসাদুজ্জামানসহ ৫জন স্বাস্থ্যকর্মী টিকা গ্রহণের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়।