কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খাড়েরা ইউনিয়নের খাড়েরা বাজারে খাড়েরা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের স্বতস্ফৃর্ত উপস্থিতি ছিলো।
খাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মিজানুর রহমান ভূইয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক ও কসবা উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকলিল আজম। প্রধান বক্তা ছিলেন, কসবা পৌর বিএনপি সাবেক সভাপতি মোঃ আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রউফ রতন, উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি বেলায়েত হোসেন হেলাল, পৌর বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তাগন বলেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিগত ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় জেল,জুলম ও নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যেতে দেয়নি বিগত সরকার। তারা চেয়েছিলো বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করে দিতে। সেই নির্যাতনই আজ বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন করে তুলেছে। এই সংকটময় মুহুর্ত থেকৈ মহান রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এবং তিনি যেন আবারো এদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়ন ও জগননের ভাগ্য উন্নয়কে কাজ করতে পারেন সকলের নিকট দোয়া প্রার্থনা করেন বক্তাগন। পাশাপাশি এ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের জন্য দোয়া কামনা করেন এবং আগামী নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপি সহ-প্রকাশনা সম্পাদক ও উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মোঃ ইকলিল আজম বলেন, আমরা যারা জাতীয়বাদী দল করি তারা সহ সারা দেশবাসীর মন ভালোনা। আপনার দেখেছেন গত কয়েকদিন আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এতে করে সারা বাংলাদেশই যেন থমকে গেছে। এ যাবত কালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি তার কর্ম দিয়ে নিজকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন। তার প্রতি অনেক অন্যায় অত্যাচার হয়েছে। কিন্ত যাদের দ্বারা নিগৃহীত হয়েছেন, যাদের দ্বারা অত্যাচারিত হয়েছেন যাদের কারনে আজ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা যখন পালিয়ে গেছেন আপনার জানেন তাদের বিরুদ্ধে একটি কথাও বলেন নাই তিনি। উনি কারো প্রতি বিদ্বেষ নিয়ে কখনো কোনো কথা বলেন নাই। উনি একজন মানবিক নেত্রী।
তাঁর অসুস্থতাকে কেন্দ্র করে মানুষের যেই টান তৈরি হয়েছে এতেই প্রমানিত হয়েছে উনি একজন জনপ্রিয় মানুষ। সবাই উনার জন্য প্রাণভরে দোয়া করছে। সারা দেশেই নেতাকর্মীরা মিলাদ ও দোয়ার আযোজন করছে। আমরাও দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই মহান রাব্বুল আলামিন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে আবার আমদের মাঝে ফিরিয়ে দেন। এসময় তিনি কসবা-আখাউড়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের জন্যও দোয়া কামনা করেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মুশফিকুর রহমানকে জয়যুক্ত করা আহ্বান জানান।
সার্বিক সহযোগীতায় ছিলেন খাড়েরা ইউনিয়নের বিএনপি,যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরন করেন খাড়েরা ইউনিয়ন নেতৃবৃন্দ।































