Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিক্ষক নির্যাতন ও বিচারের দাবীতে মানবন্ধন – প্রতিবাদ সমাবেশ

+100%-

কসবা (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা আজ ২৬ জুলাই শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাউপজেলার শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকদের উদ্যোগেবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চাঁদা না দেওয়ায় জুতাপেটাসহ শারীরিক নির্যাতন করার প্রতিবাদে অপরাধীদের বিচারের দাবীতে মানববন্ধন সমাবেশে অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টা থেকে ঘন্ট্যাব্যাপী বায়েক চেমুহনী কুমিল্লাব্রাহ্মণবাড়িয়া ডিসি সড়কে অনুষ্ঠিতমানববন্ধনে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আতিকুল রহমানের সভাপতিত্বে বাদৈর উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন,কসবা উপজেলামাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো.আবু ইউসুফ ভুইয়া,শিক্ষা সদন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল বারেক মেম্বার,ফুল মিয়া; বায়েককলেজের অধ্যক্ষ মাজাহারুুল ইসলাম কাশেম,শিক্ষক আবু জামাল প্রমুখ। মানববন্ধনে বক্তারাশিক্ষক নির্যাতনের তীব্র প্রতিবাদ,নিন্দা জানিয়ে অবিলম্বে এই হামলাকারীদেও গ্রেফতারের জোরদাবি জানান।






Shares