ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিক্ষক নির্যাতন ও বিচারের দাবীতে মানবন্ধন – প্রতিবাদ সমাবেশ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ আজ ২৬ জুলাই শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাউপজেলার শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকদের উদ্যোগেবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চাঁদা না দেওয়ায় জুতাপেটাসহ শারীরিক নির্যাতন করার প্রতিবাদে ওঅপরাধীদের বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টা থেকে ঘন্ট্যাব্যাপী বায়েক চেমুহনী কুমিল্লা–ব্রাহ্মণবাড়িয়া ডিসি সড়কে অনুষ্ঠিতমানববন্ধনে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আতিকুল রহমানের সভাপতিত্বে ও বাদৈর উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন,কসবা উপজেলামাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো.আবু ইউসুফ ভুইয়া,শিক্ষা সদন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল বারেক মেম্বার,ফুল মিয়া; বায়েককলেজের অধ্যক্ষ মাজাহারুুল ইসলাম কাশেম,শিক্ষক আবু জামাল প্রমুখ। মানববন্ধনে বক্তারাশিক্ষক নির্যাতনের তীব্র প্রতিবাদ,নিন্দা জানিয়ে অবিলম্বে এই হামলাকারীদেও গ্রেফতারের জোরদাবি জানান।