এ সরকারের আমলেই কসবা ডায়াবেটিক হাসাপাতাল চালুর সম্ভবনা আছে কি?
কসবা প্রতিনিধি: দীর্ঘ ৩ বছর যাবৎ ডায়াবেটিক হাসপাতাল এর ভিওি প্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করার পর থেকে সকল কার্যক্রম বন্ধ থাকলেও অবশেষে এ সরকারের আমলে কসবা ডায়াবেটিক হাসপাতাল চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে কি না জনমনে প্রশ্ন জেগে উঠেছে। গত ১২-০৬-২০১০ইং তারিখে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলম এডভোকেট কসবা ডায়াবেটিক হাসপাতাল এর ভিওি প্রস্তর অনুষ্ঠানের ফলক স্থাপনের মাধ্যমে উদ্বোধন করেন।এই সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল, কসবা উপজেলা নির্বাহী অফিসার ও কসবা পৌরসভা অতিরিক্ত দায়িত্বরত প্রশাসক আহমদ কবীর। বহু নাটকের পর কমিটি গঠন আর কসবা পুরাতন আদালত পাড়ার পূর্ব-উওর পাশে ভূমি অধিগ্রহণ করে সকল জটিলতা শেষ হলেও মাঝ পথে এসে কাজ বন্ধ হয়ে পড়েছে। এখন খোলা আকাশের নিঁচে ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের রড গুলো মরিচা ধরে আকাঁবাকা অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। কসবা ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের ঠিকাদারের দায়িত্বে ছিলেন কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু জাহের গং। কসবা উপজেলা প্রেসকাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী বিশেষ সূত্রটির কাছে জানতে চাইলে সূত্রটি জানান, সঠিক নিয়মে আদালত পাড়ার ভূমি অধিগ্রহণ না করার ফলে কসবা ডায়াবেটিক হাসপাতাল এর সকল কার্যক্রম মাঝ পথে এসে থেমে যায়। বর্তমান সরকারের আমলেই কসবা ডায়াবেটিক হাসপাতালটি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের কাছে এলাকাবাসী দাবী জানান। |
« যে কারণে বাবা-মাকে খুন করল ঐশী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) গ্যাস সংকটে আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিটের উৎপাদন বন্ধ »