১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: কসবায় ইয়াবাসহ আটক এক
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নতুন বাজার (গোপিনাথপুর) এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ আবুল হোসেন(৪৫), পিতা- মৃত সুন্দর আলী, গ্রাম- গোসাইস্থল (নোয়ামোড়া), পোঃ-বাড়াই, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, কসবা হাসিনা ইসলাম এর ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১৯ এর ৯(ক) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করে।
এছাড়া একই টহলদল কর্তৃক সকাল ১০টায় ঐ গোপিনাথপুর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অন্যদিকে মাদলা সীমান্ত ফাঁড়ী কর্তৃক ভোর বেলায় কসবা উপজেলার মন্দভাগ এলাকা হতে ভারতে পাচারের সময় প্রায় দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা মূল্যের ৬০০ কেজি পিরানহা মাছ আটক করে। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।