মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা রঙ্গু দারোগা

রুবেল আহমেদ : শ্রদ্ধা ও ভালোবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন জাতির সূর্য সন্তান ৭১ এর রণাঙ্গনের অকুতোভয় যোদ্ধা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম ভূইয়া (রঙ্গু দারোগা)।
সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর কসবা পৌর ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়ে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, কসবা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা (অব.) সামছুল আলম, বিএনপি নেতা জিএম ইকবাল এবং মরহুমের ভাগিনা বিশিষ্ট সাংবাদিক এমদাদুল হক ভূইয়া সোহাগ।
পরে বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি উপজেলার কুটি ইউনিয়নের বিলঘর আমিননগর জামে মসজিদ ও ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় এসআই মো. ফারুক হোসেনের নেতৃত্বে কসবা থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনের এই যোদ্ধা কে। গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা জামায়াতের যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ও বিআরডিবি চেয়ারম্যান জিয়াউল হুদা শিপন, সাইফউদ্দিন খোকন, কবির মেম্বার, মাওলানা এম এ মতিন, মাওলানা আবুল হোসেন, হানিফ ভূইয়া এবং মরহুমের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধারা।
কসবা উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা রঙ্গু দারোগা রোববার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে কসবা রেলস্টেশন সংলগ্ন ভূইয়া হাউজে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
মরহুম শফিকুল ইসলাম রঙ্গু দারোগা কসবা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি এবং বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন।
তাঁর মৃত্যুতে কসবা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
বিলঘর গ্রামের মরহুম হাজী নওয়াব আলী ভূইয়ার ছয় ছেলে ও তিন মেয়ের মধ্যে রঙ্গু দারোগা ছিলেন বড় সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।































