Main Menu

মাটির নিচে মিলল ৪ কেজি ওজনের মর্টার শেল

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়ায় মাটির নিচ থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। যার ওজন প্রায় চার কেজি ও দৈর্ঘ্য প্রায় এক ফুট। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলার কসবা উপজেলার লতুয়ামোড়া দক্ষিণপাড়া এলাকার কড়াইলামোড়া এলাকার এনামুল হকের বাড়িতে মাটি কাটার সময় মর্টার শেলটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করেছে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরিচা ধরা মর্টার সেলটির ওজন প্রায় চার কেজি ও দৈর্ঘ্য প্রায় এক ফুট। মর্টার শেলটি থানায় এনে পানিতে রাখা হয়েছে। এটি ধ্বংসের বিষয়ে ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে জানানো হয়েছে।
মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।






Shares