ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম ইউনিয়কে ভিক্ষুকমুক্ত ঘোষণা
খ.ম.হারুনুর রশীদ ঢালীঃ কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। গত ২৫ আগষ্ট শুক্রবার বিকালে মূলগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে চারগাছ এন আই ভুইয়া কলেজ মাঠ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.কাজী খলীকুজ্জমান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড.আসিুল হক ভুইয়া, কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসাম, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিকসহ এলাকার বিভিন্ন পেশার নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ১২ জন ভিক্ষুককে ১টি বকনা গরু, ১ কানি বন্ধকী জমি বর্গা চাষ, ১টি অটোরিক্সা,ব্যবসার জন্য শুটকী মাছ প্রদান করেন। অথাৎ মোট ১২ জন ভিক্ষুককে ১২টি বকনা গরু,১২ বিঘা বন্ধকী জমি,১২টি অটোরিক্্রাসহ ১২জনকে ব্যবসার করার জন্য শুটকী মাছ প্রদান করেন।