কসবা পৌর মেয়রের কাছে ঘুষের প্রস্তাব: ২ যুবক আটক
মাশিকুর রশীদ ঢালী, কসবা প্রতিবেদক: কসবা পৌর এলাকার সুপার মাকের্ট চত্বরে গত ৪ঠা ফেব্রুয়ারী বিকালে দুই যুবক প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আইনমন্ত্রীর মাধ্যমে জনৈক ব্যক্তিকে চাকরি প্রদানে কসবা পৌরসভার মেয়র এমার উদ্দিন জুয়েলকে প্রস্তাব দেন এবং প্রস্তাব দিয়েই ১০ লাখ টাকা ঘুষ প্রদানের কথা জানান। মেয়র বিষয়টি আমলে না নিয়ে সাথে সাথে কসবা থানা পুলিশকে সংবাদ দিয়ে উপস্থিত লোকজনের সামনে দুই যুবককে পুলিশে সোপর্দ করেন। কসবা থানার এস আই আবু তাহের ঘটনা সততা স্বীকার করেন। কসবা থানা পুলিশ আটক কৃত দুই যুবকের নাম মানিক সরকার হানিফ (৩০) পিতা মৃত-সফিকুল ইসলাম,গ্রাম-গৌরিয়ারূপ ও মো.হাসান তৌফিক (৩০) পিতা মৃত-মজিবুর রহমান,গ্রাম-নেমতাবাদ,সর্ব থানা-কসবা,জেলা ব্রাহ্মণবাড়িয়া বলে জানান।
তাদের বিরুদ্ধে প্রতারণা করার অপরাধে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন এই প্রতিবেদককে জানান। এই ঘটনাটি জানাজানি হলে কসবা পৌর সচেতন মহল মেয়র এমরান উদ্দিন জুয়েলকে অভিনন্দনসহ তার জীবনের সফলতা কামনা করেছেন।