কসবায় শিশু শিক্ষা ও মাদক-জঙ্গি নিয়ে সভা
কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদর নতুন বাজার জালালীয়া মাদ্রাসায় শিশু শিক্ষাসহ মাদক ও জঙ্গি প্রতিরোধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে কসবা দারুল আরকাম জালালীয়া মাদ্রাসার হল রুমে শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিতি হয়।
কসবা দারুল আরকাম জালালীয়া মাদ্রাসার প্রতষ্ঠাতা প্রিন্সিপাল পীরজাদা যোবায়ের আহ্মাদ জালালীর সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী।
এই সময় উক্ত মাদ্রাসার সহ পরিচালক মাওলানা আবু বকর,হাফেজ মো: মারজান আহমদ,মাওলানা জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো:নুর উল্লাহ ও তারানা পরিবেশন করেন বাইজিদ আহমদ।
বক্তারা বলেন;স্কুল ও মাদ্রাসায় শিশু শিক্ষার পাশাপাশি মাদক ও জঙ্গি প্রতিরোধে শিক্ষার্থীদেরকে সচেতন করতে হবে। মাদক ও জঙ্গি মুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।