Main Menu

কসবায় রোজা রেখে অসহায় কৃষকের জমির ধান কেটে বাড়িতে দিল ছাত্রলীগ

+100%-

কসবা প্রতিনিধি:: কসবা উপজেলা ছাত্রলীগের নেতারা রোজা রেখে জমির ধান কেটে দিল অসহায় এক কৃষকের।

২৫ এপ্রিল দুপুরে কসবা উপজেলা বিনাউটি ইনিয়নের  চাপিয়া গ্রামের অসহায় কৃষক রফিকের জমির ধান কেটে বাড়িতে পৌছে দিলেন কসবা উপজেলা ছাত্রলীগের ৫০সদস্য বিশিষ্ট কিমিটির সদস্যরা।
তারা সামাজিক দুরত্ব বজায় রেখে তিন মাইল পায়ে হেটে গিয়ে রোজা রেখে এককানি জমির ধান কেটে কৃষকের বাড়িতে পৌছে দিলেন ছাত্র লীগের নেতাকর্মীরা।
কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন বলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপির নির্দেশে এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের জমির ধান কেটে পাশে দাঁড়াতে পেরেছি এতেই আমরা আনন্দিত।
কৃষক রফিক মিয়া জানান,কাজের লোকের অভাবে জমির ধান ঘরে তুলতে পারি নাই।এই সময় ছাত্রলীগের নেতারা জমির ধান কেটে বাড়িতে পৌছে দেওয়ায় তাদেরকে জানাই ধন্যবাদ।
এই সময় কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, কসবা টি আলী কলেজ ছাত্রলীগের সভাপতি সফিউর রহমান সাগর ও সাধারণ সম্পাদক সায়মুন চৌধুরী, আড়াইবাড়ি ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জাবেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।





Shares