Main Menu

কসবায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৪০) পরিচয় ধারী এক ডাকাতের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় কসবা থানার চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারে নি পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এলাকাবাসীর মাধ্যমে পুলিশের কাছে খবর আসে বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রাামের একটি নির্জন রাস্তার মোড়ে মুখোশ পরা অবস্থায় একদল ডাকাত বাড়ীঘরে ডাকাতি করার জন্যে অবস্থান নিয়েছে। এমন খবর পাওয়ার পর পুলিশ বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে যায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় ডাকাতদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়। পরে ঘটনা স্থল থেকে মুখোশ পরা অবস্থায় অজ্ঞাত পরিচয়ধারী এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ, দুইটি রামদা, দুটি মুখোশ ও একটি ছোড়া উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।






Shares