কসবায় পিস্তলসহ এক যুবক গ্রেফতার




আজ ০৬ এপ্রিল সোমবার দুপুর ২টায জেলার কসবা থানার কসবা পশ্চিম ইউনিযনের আকছিনা মহিউসুন্নাহ মাদ্রাসার সামনের রাস্তা হতে (তার শরীর তল্লাশী করে) কসবা থানা পুলিশ সুকৌশলে মোঃ দেলোয়ার হোসেন(২১), পিতা-ফিরোজ মোল্লা, সাং-আকসিনা, কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে একটি বিদেশী ৭.৬৫ এমএম পিস্তল এবং একটি খালি ম্যাগাজিনসহ আটক করে থানায নিয়ে আনা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ মেহাম্মদ লোকমান হোসেনের নির্দেশে ওসি তদন্ত আসাদুল ইসলাম, এস আই মোখলেছসহ পুলিশ ফোর্স সাথে নিয়ে এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কসবা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
« সরাইলে কর্মহীন দরিদ্র মানুষের পাশে এড. আবদুল হামিদ ভাসানী (পূর্বের সংবাদ)