কসবায় কর্মহীন ৪শত ৪০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ




কসবা উপজেলার গোপীনাথপুর পুর হেল্পনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন-৪০ পরিবার,আড়াইবাড়ি চলন্তিকা ক্রিড়া চক্র স্ব এলাকায়-২শত পরিবার ও তৈতুইয়া রুস্তম খা ব্যক্তি উদ্যোগে স্ব মসজিদের সামনে-২শত পরিবারকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, তেল, মসুর ডাল, পেঁয়াজ, সাবান, ওয়াশিং পাউডার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুর হেল্পনেস ওয়েলফেয়ার ফাউন্ডেনের চেয়ারম্যান রাশিদুর রেজা ,মহাসচিব সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম, কসবাা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,কসবা পৌর কাউন্সিলর রগুু মিয়া, পৌর কর্মচারি রুস্তম খা,আড়াই বাড়ি চলন্তিকা ক্রিড়া চক্রের সভাপতি আবু ছায়েদ ও সাধারন সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।
« ছুটি বাড়ছে ১১ এপ্রিল পর্যন্ত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাক সদস্যদের উদ্যোগে কালীকচ্ছ বাজারে হাত ধোয়ার ব্যবস্থা »