কসবায় করোনা ভাইরাস কবল থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া অনুষ্ঠিত




আজ দুপুরে কসবা অফিসে এই দোয়া পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আব্দুল হান্নান।
দোয়াতে অংশ গ্রহণ করেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও কসবা টিভির সম্পাদক খ,ম,হারুনুর রশীদ ঢালী,সাংবাদিক পারুলা রশীদ ঢালী,ফারজানা রশীদ ঢালী,বায়েজিদ পাঠান ঢালী, এস এম নাছির উদ্দিন খান,আফরোজা রশীদ ঢালী,আকলিমা রশীদ ঢালী, নাজমুল হক ও আলাউদ্দিন।
করোনা ভাইরাসের কবল থেকে কসবা সহ দেশবাসীর মুক্তি পাওযার জন্যে বিশেষ মোনাজাত করা হয়।
« আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৬০ জন করোনায় আক্রান্ত »