কসবায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণ:: প্রতিবাদে মানববন্ধন
খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র সহকারী জজ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কসবা উপজেলা বায়েক ইউনিয়নের কৈখলা গ্রামের ফুল মিয়ার বসত ভূমিতে জোরপূবর্ক দেয়াল নির্মাণ করার প্রতিবিাদে (১০ মে ২০১৮ইং) বৃহম্পতি দুপুরে কসবায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মো: ফুল মিয়া,মো.মমিন,মো.হাশেম,মো.হারুন,মো:মোস্তুফা মিয়া,মো.শরীফ মিয়া,শামীম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া কসবা সিনিয়র সহকারী জজ আদালতে বসত ভূমির মালিক ফুল মিয়া গত ৫ মে দেওয়ানী মোকদ্দমা ৬৩/১৮ দায়ের করেই অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন করেন। বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা প্রদান করে কারণ দর্শানো না পর্যন্ত সকল বিবাদীগণ স্থিতিঅবস্থা বজায় রাখার জন্য নির্দেশন প্রদান করেন। কিন্তু স্বাস্থ্য সেবা কেন্দ্র নোটিশ প্রাপ্ত হইয়াও নিষেধাজ্ঞা অমান্য করে দেওয়াল নির্মাণ করছে।































