কসবায় আইনশৃঙ্খলা সভা ও জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা উন্নয়ন ও জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে সহকারী কমিশনার ভূমি মো:জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন; উপজেলা পরিষদ চেয়ারম্যান এড:রাশেদুল কাওছার ভূইয়া জীবন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কসবা পৌর মেয়র এমারন উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,কসবা থানা অফিসার ইনচার্
জ মোহাম্মদ লোকমান হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী প্রমুখ।
মাসিক সভায় সিদান্ত গৃহিত হয় প্রকৃত মাদক চোরাচালানিদের তালিকা করে আইনশৃঙ্খলা সদস্যদের নিয়ে চিরনী অভিযান করার অঙ্গিকার করা হয়।
পরিশেষে কসবা মহিলা ডিগ্রী কলেজে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান
মেলা উদ্বোধন করেন কসবা উপজেলা চেয়ারম্যান এড:রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র এমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন,সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহাম্মদ,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী প্রমুখ।
বিজ্ঞান মেলায় অংশ গ্রহণকারী ২০টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দরা।