Main Menu

কসবার নিজামের প্রাণ গেল ইসরায়েলের বিমান হামলায়: বাড়িতে আহাজারি

+100%-

লেবাননের বৈরুতে ইসরাইলি বিমান হামলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালালে মারা যান তিনি।

নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মৃত মো. আব্দুল কুদ্দুসের ছেলে। তারা দুই ভাই ,দুই বোন। তাদের বাবা-মা বেঁচে নেই ।নিজামের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

খোঁজ নিয়ে জানা গেছে, খাড়েরা গ্রামের আব্দুল কুদ্দুস ও আনোয়ারা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট নিজাম উদ্দিন। অভাব-অনটনের সংসারে নুন আনতেই পান্তা ফুরাত। তাই অর্থনৈতিক সচ্ছলতা আনতে সাত লাখ টাকা ধার করে ১২ বছর আগে লেবাননে পাড়ি জমান নিজাম। তবে সেখানে গিয়ে নির্ধারিত কাজ না পাওয়ায় ভালো উপার্জন করতে পারত না তিনি। ১২ বছরের প্রবাস জীবনে পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে না পারলেও মায়ের থাকার জন্য একটি টিনের ঘর বানিয়েছিলেন। ঘর বানানোর ছয় মাস পরেই মারা যান মা আনোয়ারা বেগম।

নিজামের ছোট বোন পারুল বেগম জানান, লেবানন যাওয়ার পর বৈধ কাগজপত্র না থাকায় নিজাম দেশে ফিরতে পারেনি। পরিবার থেকে বিয়ের কথা বললে সে বলতো আগে টাকা উপার্জন করে বাড়ির পরিবেশটা ঠিক করে নেই। তারপর দেশে এসে বিয়ে করবে। গতকাল শনিবার লেবাননের বৈরুতে একটি হোটেলে ইসরাইলের বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে আমার ভাইয়ের সকল স্বপ্ন, বলে বিলাপ করতে থাকেন তিনি। রাতে তার বন্ধুর মাধ্যমে মৃত্যুর খবর আসে। আদরের ছোট ভাই নিজামের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মুহাম্মদ শাহরিয়ার মোক্তার বলেন, ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। বৈরুতের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই নিজামের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।