Main Menu

কসবার জনি হত্যার বিচারের দাবীতে সভা

+100%-
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউপির বুগীর গ্রামের জনি হোসেন জয়ের হত্যার বিচারের দাবীতে এক সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বুগীর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে জনি হোসেন জয়ের হত্যার বিচারের দাবীতে আজ দুপুরে এক সভা অনুষ্ঠিত হয়।
হাজী আবু ইউসুফ ভুইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন;কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকলিল আজম,খাড়েরা ইউপি চেয়ারম্যান কবীর আহাম্মদ খান,হাজী ইউনুছ মিয়া,কসবা থানা এসআই বিল্লাল হোসেন,মোবারক হোসেন,মুজিবুর রহমান,মোস্তফা কামাল প্রমুখ।
সকলেই কসবা কুটি চৌমুহনী জনি হোন্ডা সাভিসিং এর মালিক বুগীর গ্রামের নিরহ মোঃজনি হোসেন জযের হত্যার বিচার দাবী করেন।
গ্রামের মানুষের জমায়েতের সংবাদ জানতে পেরে ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হেসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জনি হত্যার রহস্য অচিরেই উদঘাটন হবে এবং হত্যার সাথে জড়িতদেরকে গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।
এই সময় কসবা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ লোকমান হোসেন ও ওসি তদন্ত আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত ৮জুলাই মোঃজনি হোসেন জয় কুটি চৌমুহনী  ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত প্রায় সাড়ে ১০টার দিকে মোটরবাইক দিয়ে বাড়িতে যাত্রা পথে একদল সস্ত্রাসী পথরোধ করে হত্যা করে মোটর সাইকেল নিয়ে যায়।
পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতন্ত শেষে নিহত পরিবারের কাছে জনির মরাদেহ প্রদান করেন।এই বিষয়ে কসবা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।





Shares