কসবার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রে ভোটের মালামাল সসরবারহ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ভোট কেন্দ্রে মালামাল সরবরাহ করেছেন উপজেলা নির্বাচন অফিস। বুধবার ভোট গ্রহণ।
মঙলবার বিকালে কসবা উপজেলা নির্বাচন অফিস কুটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ১১ভোট কেন্দ্রে মালামাল সরবাহ করেছেন নার্বাচন অফিসার।
কসবা উপজেলা নির্বাচন অফিসার মো:হামিদ ইকবাল,সহকারী নির্বাচন অফিসার সাইফুল ইসলাম মালামাল বিতরণ করেন।
কুটি ইউপি সাধারণ নির্বাচনে চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের ২৫ জুলাই ভোট গ্রহণ।
কুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন,মহিলা মেম্বার পদে ১১জন, ৫০জন পুরুষ মেম্বার পদে প্রার্থী।
মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৯। ভোট কেন্দ্র ১১টি।
প্রিজাডিং অফিসার ১১জন,সহকারী প্রিজাডিং অফিসার ৭৯জন,পোলিং-১৫৮জন।
প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ,আনসার,বিজিবিসহ ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়েজিত রয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার ইকবাল হামিদ সাংবাদিকদেরকে জানান।
« ছেলে ধরা গুজব প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ হতে সচেতনতামূলক প্রচার প্রচারণা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরের উপজেলা নির্বাচন অফিসার কে লাঞ্ছিত করার অভিযোগ »