Main Menu

কসবায় ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ বিশেষ অভিযানে ১৬ (ষোল) কেজি গাঁজা ও একটি সিএনজিসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

শনিবার বিকালে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বায়েক ইউনিয়নের বায়েক দক্ষিণপাড়া এলাকা হতে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পুরাতন সিএনজি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামীর বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা: আবুল কালাম (৩৫) পিতা: মৃত নান্নু মিয়া
সাং: নয়নপুর পশ্চিম পাড়া থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

মোঃ আনোয়ার হোসেন (৪০) পিতা: মৃত আব্দুল মালেক সাং: মাঝিগাছা পূর্ব পাড়া
থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

এ ঘটনায় কসবা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।






Shares