কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার



ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যার ঘটনায় স্বামী সামিউল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর বাকুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সামিউল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার জামতলী এলাকার ফারুক হোসেনের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘাতক সামিউলকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে।
এর আগে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধজনগর গ্রামে থেকে স্মৃতি আক্তার ও তিথি আক্তার নামে দুই বোনের লাশ উদ্ধার করে পুলিশ। দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ঘটনার পর থেকে স্মৃতি আক্তারের স্বামী সামিউল ইসলাম পলাতক ছিলেন। এ ঘটনায় রাতেই নিহতদের ভাই মোবারক হোসেন কসবা থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।