কসবায় ভারতীয় মদসহ নারী মাদক পাচারকারী আটক
কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় মদসহ পারুল বেগম ( ৪৫) নামে এক নারী পাচারকরীকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোররাতে খাড়েরা ইউনিয়নের গনেশ পুকুর পাড় এলাকার মৃত হাবিবুল্লাহ মিয়ার রান্না ঘর থেকে ৪৫ বোতল ভারতীয় মদ সহ পারুল বেগম (৪৫)কে আটক করা হয়। পারুল বেগম উপজেলার খাড়েরা ইউনিয়নের গনেশ পুকুর গ্রামের মৃত হাবিবুল্লাহ মিয়ার স্ত্রী । এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মৃত হাবিবুল্লাহ মিয়ার বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালায় পুলিশ। এসময় বাড়ির রান্না ঘর তল্লাসী করে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে এবং মদ রাখার দায়ে পারুল বেগমকে আটক করা হয়।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক বিরোধী অভিযান চলছে। গোপন সংবাদে বৃহস্পতিবার ভোররাতে মদসহ এক নারীকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
« নাসিরনগরে মন্দিরে হামলা: ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের কারাদণ্ড (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরের মনতলা-সীতারামপুর খেয়া ঘাটে নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে পারাপার, কিন্তু দেখার কেউ নেই »