কসবায় বিএনপির উদ্যেগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগনের আকাংখা শীর্ষক আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের আকাংখা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার তিনলাখপীর বাজারে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এম,এ ,মান্নান । কসবা উপজেলা বিএনপির আহবায়ক এডঃ ফকর উদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ ,বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূর আলম সিদ্দীকি,সাবেক সদস্য বেলাল উদ্দিন সরকার,কসবা পৌর বিএনপির আহবায়ক শরিফুল ইসলাম শরীফ ,কসবা পৌর বিএনপির সদস্য সচিব আইয়ুম খান প্রমূখ। এ সময় বক্তারা বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেখ রহমানের নির্দেশে নেতাকর্মীদের জনসম্পৃক্ত কাজে নিয়োজিত করাই আজকের সভার মূল উদ্দেশ্য। প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে আমাদেরকে সংস্কার কর্মসূচীকে এগিয়ে নিতে হবে।এ সময় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বক্তারা আরও বলেন,শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই তারা আবারও ষড়যন্ত্রে মেতে উঠবে। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ছাত্রলীগ পিটিয়ে মানুষ হত্যা করছে। ছাত্রজনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে দেশীয় ও আন্তজার্তিকভাবে এখনও ষড়যন্ত্র চলছে। গত ১৭ বছর জেল জুলুম নির্যাতন সহ্য করলে ও বসন্তের কোকিলদের আনাগোনা কসবা -আখাউড়ায় লক্ষ্য করা যাচ্ছে। তাদের ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।