Main Menu

কসবায় পাঁচ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

[Web-Dorado_Zoom]

রুবেল আহমেদ : কসবা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ পেয়েছেন পাঁচ শতাধিক কৃষক।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রান্তিক কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রাবেয়া, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপনসহ অন্যরা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতি কৃষককে ১০ কেজি করে ডিএমপি সার, ১০ কেজি এমওপি সার এবং সরিষা, সূর্যমুখী, মসুর, চিনা বাদাম ও গমের বীজ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, সরকার কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের রবি মৌসুমে অধিক ফসল ফলাতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।






Shares