কসবায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর গ্রামে নিখোঁজের একদিন পর তাহছিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্থানীয় একটি মসজিদের পুকুর থেকে তার মরদেহ ভেসে উঠলে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করেন। তাহছিন ইসলাম নূর আখাউড়া উপজেলার টান মান্দাইল গ্রামের খাইরুল ইসলাম বাবুর ছেলে। সে ধর্মপুর পূর্বপাড়ায় তারা নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার পর থেকেই তাহছিন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার ভোরে পুকুরে মরদেহটি ভেসে উঠলে পরিবারের লোকজন তা উদ্ধার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। পরিবার জেলা প্রশাসকের কাছে ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করেছে।































