কসবায় ছেলের জন্মদিনের খরচের টাকা অসুস্থ শিশুর চিকিৎসা সহায়তায় দান করলেন পিতা

রুবেল আহমেদ : ছেলের জন্মদিনের খরচের টাকা চিকিৎসার জন্য তুলে দিলেন এক অসুস্থ শিশুর হাতে। এই মহৎ কাজ করে অসুস্থ শিশু ফাতেমা আক্তার (১১) ও পরিবারের মুখে হাসি ফোটালেন কসবার মানবিক ও সামাজিক সংগঠন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমান। সোমবার বিকেলে খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও দরিদ্র ইয়াছিন মিয়ার বাড়িতে স্বল্প পরিসরে একটি একটি অনুষ্ঠানের মাধ্যমে ফাতেমার চিকিৎসা সহায়তা বাবদ পরিবারকে তুলে দেন ছেলের সপ্তম জন্মদিনের খরচের টাকাগুলো। এতে উপকৃত হয় দরিদ্র ফাতেমার পরিবার। এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি সেলিম ভুইয়া, মোঃ গোলাম রসুল, হাজী সুলতান আহাম্মদ, মোঃ ওবায়দুল্লাহ ভুইয়া।
অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমান বলেন, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এই উপজেলার একটি সামাজিক ও মানবিক সংগঠন। এ পর্যন্ত শত শত মানবিক কাজের উদাহরন তৈরি করেছে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন। এক ঝাঁক তরুন রয়েছে এই সংগঠনে। এরা সকলেই মানবিক মানসিকতার। দেশ- বিদেশে থাকা সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মানবিক চিন্তা – চেতনার মধ্য দিয়ে মানবসেবায় এগিয়ে যাচ্ছে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন। আমি এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছি। সব সময় আমারও মন খুঁজে বেড়ায় বিপদগ্রস্ত দরিদ্র মানুষগুলোকে। এসব কাজ করতে পেরে আমিও তৃপ্ত। গত সপ্তাহে ছিলো তার আদরের সন্তান মোঃ আবদুল্লাহ ভূইয়া আজমাইনের সপ্তম শুভ জন্মদিন। ছেলের জন্মদিনের বড় কেকসহ জন্মদিন পালনের পরামর্শ করছিলাম। এসময় তার ছেলে মোঃ আবদুল্লাহ ভূইয়া আজমাইন বলে, বাবা জন্মদিনের খরচের টাকাটা কোন দরিদ্র মানুষদের দান করে দাও। পরদিন খবর পাই উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামের দরিদ্র ইয়াছিন মিয়ার এগারো বছর বয়সী মেয়ে ফাতেমা আক্তারের চিকিৎসা সহায়তা প্রয়োজন। তাই ঢাকা থেকে ছুটে আসলাম নিজ এলাকায় এবং একাই চলে গেলাম ইয়াছিন মিয়ার বাড়িতে। তার মেয়ের চিকিৎসা সহায়তা বাবদ ছেলের জন্মদিনের খরচের টাকাগুলো তুলে দিলাম অসুস্থ ফাতেমার পরিবারের হাতে। যদিও আমার সহায়তাটুকু তার চিকিৎসা খরচের তুলনায় অতি অল্প কিন্তু এলাকার ও দেশের বিত্তবান, হৃদয়বান মানুষজন যদি ফাতেমার সুস্থতায় সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে উন্নত চিকিৎসায় সুস্থ হবে শিশু ফাতেমা এবং উপকৃত হবে ফাতেমার পরিবার। দয়া করে ফাতেমার বাবার বিকাশ নম্বরে পাঠিয়ে দিন আপনাদের সহায়তাটুকু।
অসুস্থ ফাতেমার পিতা ইয়াছিন মিয়া বলেন, তাঁর মেয়ে ছোটকাল থেকেই শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বড় ধরনের সমস্যা দেখা দেয়। কয়েক বছর ধরে অনেক কষ্ট হচ্ছে আদরের মেয়ে ফাতেমার। পরিবার দরিদ্রতার কষাঘাতে জর্জরিত থাকলেও সন্তানের কষ্ট দেখে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে বেশ কয়েকবার চিকিৎসকের নিকট নিয়ে যাওয়া হয় ফাতেমাকে। অর্থাভাবে ঠিকমতো ঔষধ কিনে খাওয়াতে পারছেন না তিনি। সন্তানকে বাঁচাতে অর্থের অভাবে দিশেহারা দরিদ্র পিতা ইয়াছিন মিয়া। উন্নত চিকিৎসায় সুস্থ হবে তার আদরের কন্যা ফাতেমা। সন্তানের জীবন বাঁচাতে এলাকা ও দেশের বিত্তবান এবং হৃদয়বান মানুষদের সাহায্য চান ইয়াছিন মিয়া। সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তায় সুস্থ হয়ে যাবে তার আদরের সন্তান ফাতেমা। ইয়াছিন মিয়ার বিকাশ নাম্বার ০১৮১৯৬৬৯৯১৯ ।































