কসবায় এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কসবায় ২৪ ইঞ্চি এলইডি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কসবা পৌর এলাকার তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এই মিনি ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন তালতলা পূর্বপাড়া ফুটবল একাদশ বনাম ধর্মপুর একতা ফুটবল একাদশ। খেলায় ১-০ গোলে বিজয়ী হয় তালতলা পূর্বপাড়া ফুটবল একাদশ।
ফাইনাল খেলায় অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা পৌরসভার সাবেক কমিশনার মোঃ সহিদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক হারুনুর রশিদ, মোঃ আলী আমিন মিয়া,সহকারী অধ্যাপক মোঃ ইউনুস মিয়া প্রমুখ। এসময় গ্রামের গণ্যমান্য লোকজনসহ যুব সমাজের নেতৃবৃন্দ কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে গ্রামের যুব সমাজের উদ্যোগে চলতি মাসের ০৮ আগষ্ট শুরু হয় এই মিনি ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে এলাকার ১৬টি দলের অংশগ্রহণ করে। একে একে সব দল বাদ পড়ে যায়। সর্বশেষ ফাইনালে উঠে তালতলা পূর্ব পাড়া ফুটবল একাদশ ও ধর্মপুর একতা ফুটবল একাদশ। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় সেই ফাইনাল খেলা। পুরো ম্যাচে দুই দলেরই ছিলো গোল দেয়ার অদম্য ইচ্ছে। খেলায় রেফারির শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে তালতলা পূর্ব পাড়া ফুটবল একাদশের ৯ নং জার্সি পরিহিত রিফাত আহমেদের করা গোল থেকে ১-০ শুন্য গোলে এগিয়ে যায় তালতলা পূর্ব পাড়া ফুটবল একাদশ। রানার্সআপ হন ধর্মপুর একতা ফুটবল একাদশ। খেলা শেষে অতিথিগন বিজয়ী দল তালতলা পূর্ব পাড়া ফুটবল একাদশের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে তুলে দেন ২৪ ইঞ্চি এলইডি টিভি। এবং রানার্সআপ দলের হাতে তুলে দেন ট্রফি। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রামের ক্রীড়াপ্রেমী যুবক মো: মাসুম, জাহিদুর জুয়েল, অনিক আহমেদ, লিটন আহমেদ, মোঃ হৃদয়, মোঃ মুন্না, জুনায়েদ আহমেদ,ফয়সাল আহমেদ, মোঃ নাইম, মোঃ ইমন, মোঃ ইমরান ও মোঃ মাহিন প্রমুখ। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে গ্রামের ক্রীড়াপ্রেমী যুবকদের এধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।































