Main Menu

সাবেক সচিব আজহারুল ইসলাম আর নেই

+100%-

প্রতিনিধি ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আজহারুল ইসলাম (৮০) শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরারাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ১ পুত্রসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।
চাকুরী অবস্থায় তিনি বিসিক’র মহাপরিচালক, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ও সর্বশেষ খনিজ সম্পদ মন্ত্রনালয়ের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। তিনি নিজ এলাকা কসবায় বিভিন্ন সেবাধর্মী কাজে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করে তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তাঁর মৃত্যুতে কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক আবুল খায়ের স্বপন,দপ্তর সম্পাদক রুবেল আহমেদ ও কসবা প্রেসক্লাব সদস্য ও স্থানীয় পাক্ষিক সকালের সূর্য পত্রিকার নির্বাহী সম্পাদক নারী নেত্রী তাছলিমা আক্তার কাকলী শোক প্রকাশ করেন। সাবেক সচিব আজহারুল ইসলাম ছিলেন একজন গুণী মানুষ। তাঁর মৃত্যুতে কসবার মানুষ একজন নিবেদিত সমাজকর্মীকে হারালো।






0Shares