দীর্ঘ ১৬ বছর নির্যাতিত ও নিপীড়িত হয়েছি..কসবায় মুশফিকুর রহমান
রুবেল আহমেদ ॥ আমরা দীর্ঘ ১৬ বছর যাবত এদেশে নির্যাতিত-নিপীড়িত হয়েছি, আপনাদের-আমাদের কথা বলার স্বাধীনতা ছিলনা এবং নেতাকর্মীদের জেল-জুলুম খাটতে হয়েছে বলে মন্তব্য করেন কসবা-আখাউড়ার বিএনপি’র সাবেক এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক মুশফিকুর রহমান। শনিবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান ও উপহারসামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমদের ছেলেরা বেকার, চাকরী পায়নি। জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে ছিলো এবং থাকবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আপনাদের সংগে ছিলো এবং এখনো আছে, দেশনায়ক তারেক জিয়াও আপনাদের পাশে আছে।
মুশফিকুর রহমান আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার এসেছে মাত্র এক মাস হয়েছে। তারা কাজ করার চেষ্টা করছে আমরা চাই তারা কাজ করুন এবং সংগে সংগে এটাও চাই আগামী দিনে যাতে আপনারা ভোট দিতে পারেন। আপনার ভোট দিবেন যাকে খুশি তাকে। ভোট কেন্দ্র যাতে আর পুলিশ পাহাড়া দিতে না হয়। ভোটারদের বাড়ী গিয়ে যেন ধর্ণা দিতে না হয়। আমরা এমন একটা
শাসন ব্যবস্থা চাই যেখানে আমরা হাসিমুখে কথা বলবো এবং আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারেন। গত ১৬ বছরে শুধু দূর্নীতি হয়েছে। অফিসগুলোতে টাকা ছাড়া কোনো কাজ হয়নি।
বায়েক ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নাদিরুজ্জামান রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও কেন্দ্রিয় ছাত্রদল সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, আখাউড়া উপজেলা বিএনপি সাাবেক সাধারন সম্পাদক মিশন মনছুর,কসবা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমুখ। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান ও উপহার সামগ্রী বিতরন করেন।