Main Menu

কসবায় মসজিদের অজুখানা নিয়ে সংঘর্ষ, আহত ২০

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকালে জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার দুলাল মিয়া (৬০) পুলিশ নিয়ে অজুখানার কাজ বন্ধ করে দেন। এ সময় আলম মিয়া (৬০), ফজলু মিয়া (৫৫) ও সাইদ মিয়া (৬৫), নসু হাজির পরিবারের সদস্যরা সেখানে যান। তখন দুলাল মিয়ার অনুসারীরা পুলিশের সামনেই তাদের ওপর হামলা চালায়। তখন সংঘর্ষ বাধে।

কসবা থানার ওসি (তদন্ত) রিপন দাস জানান, ওই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






Shares