Main Menu

আখাউড়ায় ইয়াবা ও নগদ টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

[Web-Dorado_Zoom]

আখাউড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮০ হাজার ৯০০ টাকা ও একটি সাদা রঙের প্রাইভেটকারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক-এর নির্দেশে এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিনের নেতৃত্বে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আখাউড়া পৌরসভার খড়মপুর এলাকার কোড্ডা রেলক্রসিং সংলগ্ন খাদেম ফিসারিজ পুকুরের সামনে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস সড়কে নিয়মিত চেকপোস্ট চলাকালে একটি প্রাইভেটকারে থাকা পাঁচজনকে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ি থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বিজয়নগর থানার সিংগারবিল গ্রামের উথারিয়াপাড়ার মৃত নান্নু মিয়ার ছেলে মো. শাহপরান (৩৯), কিশোরগঞ্জ সদর থানার যশোদল মনিপুরীঘাট গ্রামের জীবন বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩২), বত্রিশ বাসস্ট্যান্ড এলাকার ইন্দ্র কুমার দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩২), নগুয়া ১ম মোড় এলাকার মো. শাহাদাত হোসাইন দুলাল ভূঁইয়ার ছেলে মাহমুদুল হোসাইন পিয়ার (২৯), মুন্সিগঞ্জ সদর থানার মুন্সিঞ্জ গ্রামের মৃত ওমর আলীর ছেলে বিল্লাল হোসেন (৫৮)।

ওসি মোঃ ছমিউদ্দিন বলেন, “আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আখাউড়াকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”






Shares