Main Menu

আখাউড়ায় মাদক পাচারকারী গ্রেফতার

+100%-

নিজস্ব প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তিতাস ব্রিজ সংলগ্ন বাইপাস সড়ক এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে ১৭৬ বোতল ভারতীয় মদসহ জয়নাল (৩০) নামের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

গ্রেপ্তার হওয়া জয়নাল আখাউড়া পৌরশহরের তারাগণ গ্রামের লাল মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম আখাউড়া পৌরশহরের তিতাস ব্রিজ সংলগ্ন বাইপাস সড়ক এলাকায় একটি সিএনজি অটোরিক্সার (ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-১২১০) গতিরোধ করে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৭৬ বোতল ভারতীয় মদসহ জয়নালকে গ্রেপ্তার করেন। এ সময় আরো ২ পাচারকারী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ মদ বহনকারী সিএনজি অটোরিক্সাটি জব্দ করে থানায় নিয়ে আসে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, আটক জয়নালের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পালিয়ে যাওয়া দুই পাচারকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।






Shares