Main Menu

নির্বাচনের জন্য সোমবার আখাউড়া স্থল বন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।  ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহনের প্রথম দফায় সোমবার ত্রিপুরা রাজ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তবে পাসপোর্টধারী যাত্রীরা উভয় দেশে যাতায়াত করতে পারবে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।

আখাউড়া স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল জানান, সোমবার ত্রিপুরায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  এজন্য ত্রিপুরার ব্যবসায়ীরা আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ত্রিপুরায় নির্বাচন সুষ্ঠু নির্বিঘ্নে অনুষ্ঠানের স্বার্থে সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ৭ এপ্রিল থেকে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়ে ৯টি ধাপে ১২ মে ভোট গ্রহণ শেষ হবে।






Shares