Main Menu

আখাউড়ায় ২ অপহৃত শিশু উদ্ধার,১ অপহরণকারী আটক

+100%-

নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে অপহৃত ২ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক শিশু অপহরণকারীকেও আটক করা হয়।

শুক্রবার গভীর রাতে খড়মপুর মাজার শরীফ এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুরা হলো রাকিব ইসলাম (১২) ও তৌহিদুল ইসলাম জিসান (৮)। রাকিবুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রতনকোট গ্রামের সোহেল রানার ছেলে ও তৌহিদুল সাতকানিয়ার নাসির খানের ছেলে। সে গোসানডাঙ্গা বারেক মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।

অন্যদিকে আটককৃত অপহরণকারী হলো মুরাদ হোসেন (৪০)। তার বাড়ি নরসিংদি জেলার রায়পুরা উপজেলার রায়পুরা গ্রামে।






0
0Shares