প্রতিনিধি : কসবা থানা পুলিশ গত রোববার (৭এপ্রিল) রাতে বিশেষ অভিযান চালিয়ে সীমান্তের নোম্যান্সল্যান্ড থেকে ৮ যুবককে আটক করেছে। সোমবার (৮এপ্রিল) সকালে আটক কৃত ৮ যুবককে ব্রহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, কসবা সীমান্তের নোম্যান্সল্যান্ডে রাত সাড়ে ১০টায় একদল যুবক মাদক সেবনের উদ্দেশ্যে ঘুরাফেরা করার সময় স্থানীয় বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে। পরে পালানোর চেষ্টাকালে এলাকার লোকজনের সহযোগিতায় ৮ যুবককে পুলিশ আটক করেছে। আটককৃতরা হচ্ছে; বিল্লাল হোসেন (৩২), রুবেল হোসেন (১৮), লোকমান হোসেন (২০), আকের সরকার (২০), লোকমান হোসেন (১৮), ইসমাইল (২০), কাউসার মিয়া (১৯) ও বোরহান উদ্দিন (২০)। আটককৃতদের বাড়ি কসবা উপজলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর, কায়েমপুর, রাউৎখলা ও মন্দভাগ গ্রামে। কসবা থানা অফিসার ইনচার্জ মো. বদরুল আলম তালুকদার সাংবাদিকদের জানান, স্থানীয় জনগনের সহযোগীতায় মাদক সেবনের জন্য আসা ৮যুবককে সীমান্ত এলাকা থেকে আটক করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে। |