Main Menu

আখাউড়ায় স্বর্তঃস্ফুতভাবে পালিত

+100%-

প্রতিনিধি : আখাউড়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতাল স্বর্তঃস্ফুতভাবে পালিত হয়েছে। সোমবার সকালে কয়েক হাজার তৌহিদী জনতা শহরে হরতালের সমর্থনে মিছিল করে। পৌরশহরের  খরমপুর বাইপাস ও নারায়ণপুর বাইপাস মোড়ে হরতালকারীরা টায়ার পুড়িয়ে পিকেটিং করে। সিলেটগামী কুশিয়ারা ও ভৈরবগামী বাল্লা ট্রেনে বাইপাস এলাকায় ঢিল ছুড়ে। এতে বাল্লা লোকাল ট্রেনের ইঞ্জিন এর একটি গ্লাস ভেঙ্গে যায়। হরতালকারীদের ঢিলে আখাউড়া ষ্টেশনের ভিআইপি করে একটি জানালার গ্লাস ভেঙ্গে যায় এবং করে ভিতরের একটি টেবিলের গ্লাস ভেঙ্গে যায়। হরতালকারীরা সকাল সাড়ে আটটার দিকে আখাউড়া রেলওয়ে ষ্টেশনের অদুরে রেললাইনের উপর টায়ারে আগুন দেয়। পরেস্থানীয় লোকজন আগুন নিভিয়ে দেয়। তাছাড়া ঢাকাগামী সূবর্ণ এক্সপ্রেস, উপকুল এক্সপ্রেস ও ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেন আখাউড়া স্টেশনে আটকা পড়ে।  হরতাল চলাকালীন সময়ে আখাউড়া স্থলবন্দরে পন্যবাহী কোন ট্রাক প্রবেশ করেনি। তবে স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম ছিল স্বাভবিক।  
এদিকে, হরতাল চলাকালে পৌরশহরের সকল দোকানপাট বন্ধ ছিল। দুপুরের দিকে হরতালকারীরা শহরের তিন রাস্তার মোড়ে সমবেত হয়ে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, মুফতি আসাদুজ্জামান, আসাদ আল-হাবিবী, কাজী  মাঈনুদ্দিন ও মাওঃ হাবিবুল্লাহ।






Shares