সীমান্তে কোন হত্যা গ্রহনযোগ্য নয় : বিজিবি মহাপরিচালক
প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি বলেছেন সীমান্তে কোন হত্যাই কাম্য নয়, গ্রহনযোগ্য নয়। তবে আমরা সব সময় চাই সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহাদ্যপূর্ণ পরিবেশ বজায় থাকুক। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফকে আমরা এ ব্যাপারে সব সময়ই সতর্ক করে আসছি। তবে সীমান্ত হত্যা এখন অনেকটা হ্রাস পেয়েছে। তিনি বৃহস্পতিবার দুপুরে আখাউড়া সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি আরো বলেন, আখাউড়া আইসিপি দেশের পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এলাকা। ত্রিপুরা রাজ্যের বিএসএফের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে আখাউড়া সীমান্তের নো-ম্যান্সল্যান্ড এলাকায় দু’দেশের পতাকা উঠা-নামানোর সময় উভয় দেশের মানুষজন যাতে সৌহাদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি উপভোগ করতে পারে সে ব্যবস্থা করা। তিনি বলেন, এ ব্যাপারে সরকার পর্যায়ে আলোচনা করে অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় আখাউড়া আইসিপি ক্যাম্প ও সীমান্ত পরিদর্শন শেষে ত্রিপুরা বিএসএফ এর নিমন্ত্রণে বিএসএফের উর্ধতন কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন, ত্রিপুরা বিএসএফ আইজি ড. এস কে শর্মা, বিএসএফ ১৯৫ ব্যাটালিয়ন অধিনায়ক চিতরপাল, বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম জাহিদ, বিজিবি ১২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম, উপ অধিনায়ক মেজর শাহজান জি প্রমুখ। |