Main Menu

সৌহার্দ্যপূর্ণ মৈত্রী সফর শেষে জাতীয় প্রেসক্লাব প্রতিনিধি দলের প্রত্যাবর্তন

+100%-
বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনক হোসেন এর নেতৃত্বে ২৮ সদস্যের প্রতিনিধি দল আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের আমন্ত্রনে তিন দিনের সৌহার্দ্যপূর্ণ মৈত্রী সফর শেষে আজ রবিবার বিকেলে আগরতলা চেক পোষ্ট দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। প্রতিনিধি দলের  সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ক্রিকেট দলের ম্যানেজার ও এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ। টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অল রাউন্ডার জাহাঙ্গীর শাহ বাদশা।
এসময় তাদেরকে বিদায় জানান আগরতলায় নিযুক্ত বাংলাদেশ ভিসা অফিসের ফার্স্ট সেক্রেটারী মোঃ উবায়দুর রহমান। বাংলাদেশ সীমান্তের আখাউড়া স্থল বন্দরের নৌ মেন্স লেন্ডে তাদেরকে অভ্যর্থনা জানান ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য শিহাবউদ্দিন বিপু  ও আখাউড়া প্রেস ক্লাবের সদস্য সচিব জুটন বনিক সহ সাংবাদিক বৃন্দ। এদিকে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে পৌছলে টি টোয়েন্টী ম্যাচে জাতীয় প্রেস ক্লাব দল বিজয় হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নানা শ্রেনীর পেশার মানুষ শুভেচ্ছা জানায়।
সফরের কর্মসূচী অনুসারে জাতীয় প্রেস ক্লাব প্রতিনিধি দল গত ২৭ এপ্রিল দুপুরে ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌছে স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ২৮ এপ্রিল সম্পাদকদের সাথে এবং ত্রিপুরার মূখ্য মন্ত্রী মানিক সরকারের সাথে পৃথক শুভেচ্ছা বৈঠক করেন। ঐসময় তারা দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করেন। বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব প্রতিনিধি দল বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বন্ধু রাষ্ট্র ভারত তথা ত্রিপুরা রাজ্যের সরকার সহ সর্বস্তরের জনসাধারনের সার্বিক সহযোগিতা এবং আন্তরিক সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও উভয় দেশের মধ্যে আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশা ব্যাক্ত করেন।
জাতীয় প্রেস ক্লাব  প্রতিনিধি দল গত ২৮ এপ্রিল সৌহার্দ্যপূর্ণ মৈত্রী সফরে আগরতলায় মহারাজ বীরবিক্রম (এমবিবি) ক্রিকেট ষ্টেডিয়ামে ত্রিপুরা স্পোর্টস জার্নালিষ্ট ক্লাব এর সাথে প্রীতি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অংশ নেন। অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব ক্রিকেট দল স্বাগতিক ত্রিপুরা স্পোর্টস জার্নালিষ্ট ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে মৈত্রী ট্রফি অর্জন করেন। ত্রিপুরার ক্রীড়া মন্ত্রী শহিদ চৌধুরী ম্যাচের উদ্ভোধন করেন। ৫১ রানে হাফ সেঞ্চুরী করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জাতীয় প্রেস ক্লাব দলের রোহান। খেলা শেষে ত্রিপুরার বিধায়ক শ্রী গোপাল জাতীয় প্রেস ক্লাব দলের ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেন। অনবদ্য জয় পাওয়ায় টিম ম্যানেজার এনটিভির পরিচালক নূর উদ্দিন আহমেদ জাতীয় ক্রিকেট দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা দেন।



« (পূর্বের সংবাদ)



Shares