১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযান :: বিপুল পরিমান মাদক সহ একজন আটক
প্রেস বিজ্ঞপ্তি:: গত ১০ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ১০টায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ এমদাদুল হক এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার শিবনগর এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে প্রায় বাষট্টি হাজার টাকা মূল্যের ১৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযানে মাদক চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
এছাড়া গত রাত সাড়ে ৭টায় কসবা রেলষ্টেশনের পিছনে কালিকাপুর নামক স্থানে কসবা সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ মঞ্জুর মোরশেদ এর নেতৃত্বে অপর এক অভিযানে এক বোতল হুইস্কিসহ মোঃ জহিরুল হক(৩০) নামে একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত আসামী মোঃ জহিরুল হক কসবা উপজেলার কালিকাপুর গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে। ধৃত আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১০(গ) ধারার অপরাধে মোঃ আলী আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কসবা কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।































