Main Menu

পুলিশের মামলায় সাংবাদিক রাব্বি ও সাদ্দামের জামিন

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশের জেরে পুলিশের করা মামলায় জামিন পেয়েছেন দুই সাংবাদিক। ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আখাউড়া আমলি আদালত গতকাল তাদের জামিন মঞ্জুর করেন। দুই সাংবাদিক হলেন- আখাউড়া গ্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এবং আরটিভির আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেন।

গত ৭ আগস্ট আখাউড়া ইমিগ্রেশনের অনিয়ম-দুর্নীতির নিয়ে খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। ১২ আগস্ট চেকপোস্টের ওসি আবদুস সাত্তার দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও মানহানির মামলা করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হন স্থানীয় সাংবাদিকরা। আখাউড়া ও কসবায় পৃথক মানববন্ধন করে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা বরাবরও স্মারকলিপিও দেওয়া হয়েছে।






Shares