দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল, ২০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকানে সরকারি চাল রাখার অভিযোগে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৫ টার দিকে পৌর শহরের বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত সারোয়ার ট্রেডার্সের সত্বাধিকারি পৌরসভার শান্তিনগর এলাকার মো: হিরন মিয়ার ছেলে মো: আনোয়ার।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়ায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে চাল বিতরণের কার্যক্রম শুরু হওয়ার কথা। প্রায় দুই হাজার ৮১৯ জন উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ করা হয়েছে। এরই মধ্যে বিতরণের আগেই সরকারি চাল বাজারে পাওয়া গেল।
আখাউড়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান বলেন, এই চাল আমাদের গুদামের না। এ চাল আখাউড়ায় কি করে আসছে তা তদন্তের বিষয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, এ চাল আখাউড়ার না, তা বাইরে থেকে এসেছে। আমরা খবর পেয়ে অভিযান চালিয়ে বড় বাজারের সারোয়ার ট্রেডার্স থেকে ৩৮ বস্তা চাল উদ্ধার করার পাশাপাশি সরকারি চাল রাখার অভিযোগ এই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।































