Main Menu

ত্রান সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে আখাউড়া উপজেলা ছাত্রলীগ

+100%-

আইনমন্ত্রীর ত্রান সামগ্রী মাথায় নিয়ে বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার দিনভর এসব ত্রান সামগ্রী তারা বন্যার্তদের মাঝে বিতরণ করে।

ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে আখাউড়া উপজেলার তিনটি ইউনিয়নের ২৭ টি গ্রাম প্লাবিত হয়। এতে জমিসহ কয়েক কোটি টাকার মাছ পানিতে ভেসে যায়। বিনষ্ট হয় কাঁচা ঘরবাড়ি। হয়তো অন্য সবার মতো নাড়া দিয়ে উঠে ছাত্রলীগ নেতাকর্মীদের মনও।

তারা প্রথা ভেঙে ত্রান সামগ্রী মাথায় নিয়ে পৌছে যায় বন্যার্ত এলাকায়। পরে তারা এসব ত্রান সামগ্রী উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর, উমেদপুর ও বাউতলা গ্রামের বন্যার্তদের মাঝ বিতরণ করে। আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ বলেন, আইনমন্ত্রীর নির্দেশনায় প্লাবিত এলাকায় ত্রান কার্যক্রম শুরু হয়।

এসব ত্রান কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র ও জনপ্রতিনিধিসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।

অসহায় মানুষদের জন্য কিছু একটা করতেই আমাদের সবার এই প্রয়াস। আইনমন্ত্রীর নির্দেশনায় আমাদের ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরন কাজে আরো অংশ গ্রহন করে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম, সহ সভাপতি শামীম মোল্লা, মোগড়া ইউনিয়নের সভাপতি সামসুল আলম সোহেল প্রমুখ।

উল্লেখ, প্লাবন এলাকায় আইনমন্ত্রী ৩০ মেট্রিক টন চাউল ও শুকনো খাবার বিতরণের নির্দেশ দেন।






Shares