Main Menu

খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

+100%-

আখাউড়ায় সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকেলের দিকে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া উত্তর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. কতুব উদ্দিন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শামিম (১৪) ওই এলাকার পল্লী চিকিৎসক মো. শাহ আলমের ছেলে। সে আখাউড়া পৌরসভার একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা জায়, সহপাঠীদের সঙ্গে ক্রিকেট খেলতে বাড়ির পাশে আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে যায় শামিম। খেলার একপর্যায়ে ক্রিকেট বল স্কুলের পাশের অন্য একটি ভবনে পড়ে। এ সময় বল আনতে গিয়ে এক ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার সময় রিলিং ভেঙে যে কোনোভাবে অসাবধানতাবশত রিলিংসহ সে ওপর থেকে নিচে পড়ে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে বাদ আসর জানাজা শেষে নিহত শামিমের মরদেহ দাফন করা হয়।

এ বিষয়ে আখাউড়া থানার উত্তর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল আলীম বলেন, ‘এ ঘটনা থানায় কেউ জানায়নি। জানালে ব্যবস্থা নেওয়া হবে।’