করোনার টিকা দ্রুত পাবে বাংলাদেশ : ভারতীয় হাইকমিশনার
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে করোনাভাইরাসের টিকার উৎপাদন বেড়েছে। আশা করছি যেভাবে অক্সিজেন রফতানি শুরু হয়েছে, তেমনি টিকা রফতানিও দ্রুতই শুরু করা হবে।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান হাইকমিশনার।
ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজে কিছুটা দেরি হচ্ছে। তাছাড়া কিছু আর্থিক সমস্যাও রয়েছে। ভারতের অংশের কাজ এগিয়ে গেছে। বাংলাদেশ অংশে কিছু কাজ বাকি আছে। আশা করি আগামী বছরের প্রথম ২/৩ মাসের মধ্যে রেলপথ নির্মাণ শেষ হয়ে যাবে।’
বিক্রম দুরাইস্বামী বলেন, ‘সড়কপথ ভালো করা, রেলপথ মজবুত করা এবং নৌপথ ব্যবহারের জন্য দুই দেশের মধ্যে কাজ চলছে। এসব কাজ শেষ হলে দুই দেশই উপকৃত হবে।’
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ‘গত চার মাসে ভারত-বাংলাদেশের বাণিজ্য বেড়েছে। রেলের মাধ্যমে মালামাল আনা-নেওয়া চলছে। ব্যবসা-বাণিজ্য বাড়াতে বেনাপুল, পেট্রাপোলের মতো এই বন্দরের সুবিধা আরও বাড়ানো হবে।’
ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। বর্তমানে টুরিস্ট ভিসা ছাড়া সবধরনের ভিসা চালু আছে। দুই দেশের মধ্যে বিমান চলাচলও শুরু হয়েছে। কোভিড পরিস্থিতির আরও উন্নতি হলে দুই দেশের যাত্রীদের সুবিধা হবে।’
এর আগে ভারতীয় হাইকমিশনার সড়কপথে ঢাকা থেকে বেলা ১টায় আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছেন। এসময় তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (কসবা সার্কেল) নাজমুল হাসান, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ প্রমুখ।