উন্নয়ন মেলা ২০১৭: বর্ণাঢ্য আয়োজনে আখাউড়ায় মেলা শুরু
বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে তুলে ধরা লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। আজ সোমবার বিকাল তিনটায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো: মুসলিম উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: শামছুজ্জামান, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিওনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মঈনুদ্দিন ইকবাল প্রমুখ। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় উপজেলা প্রশাসন, ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৩২টি স্টল রয়েছে।
এদিকে উন্নয়ন মেলার উদ্বোধন উপলক্ষ্যে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান প্রদিক্ষণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, রাজনীনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: শামছুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মঈনুদ্দিন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মো: সেলিম ভূইয়া, মো: মনির হোসেন বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কর্মান্ডার আবু সাঈদ ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আ: রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা জুয়েল রানা, রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিব আহাম্মদ খাদেম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন তরফদার, রেলওয়ে স্টেশন সুপার মো: খলিলুর রহমান, রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুস সাত্তার, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: মামুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলীম রানা, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত বনিক, উপজেলা সচেতন নাগরিক ফোরামের সহ সভাপতি মো: মুসলেহ উদ্দিন ভূইয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম প্রমুখ।
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু »