আখাউড়া সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে আলোচনাসভা




জানা গেছে,এ বৈঠকে দুই প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা হয়। এর মধ্যে সীমান্ত এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য উভয় পক্ষ জোরদার ভূমিকা রাখার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে আন্তঃসীমান্ত অপরাধ, নারী ও শিশু পাচার, অবৈধ অস্ত্র চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্সনীতি বাস্তবায়নে অধিকতর সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন। এর আগে সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিএসএফ-এর প্রতিনিধি দলকে ফুল দিয়ে সংবর্ধনা ও ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে বিজিবি কর্তৃপক্ষ।
« নবীনগরে প্রথম সাংবাদিক হিসেবে উপজেলা নির্বাচন করছেন সঞ্জয় সাহা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কাতারে দর্শকদের মন কেড়েছে বাংলা চলচ্চিত্র আয়নাবাজি »